নতুন শিক্ষার্থীদের ভর্তির নিয়মাবলিঃ
সকল বিভাগের ভর্তির তারিখ
প্রথম পর্ব ( ভর্তি ফি: ৬০০০/=)
-
১৮ শা’বান ৪৩হিজরী মোতাবেক ১২ এপ্রিল’২০২১ ঈসায়ী রবিবার থেকে
-
৩০ শা’বান ৪৩ হিজরী মোতাবেক ২৪ এপ্রিল’ ২০২১ ঈসায়ী শুক্রবার পর্যন্ত
দ্বিতীয় পর্ব ( ভর্তি ফি: ৬০০০/=)
-
৭ শাওয়াল’৪৩ হিজরী মোতাবেক ৩১’২০২১ ঈসায়ী রবিবার থেকে ১০ শাওয়াল’ ৪৩ হিজরী মোতাবেক,
-
১০ শাওয়াল’ ৪৩ হিজরী মোতাবেক ৩ জুন’ ২০২১ ঈসায়ী বুধবার পর্যন্ত।
ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যঃ
-
নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
-
শিক্ষার্থীর জন্মনিবন্ধনের ফটোকপি ও পিতার পরিচয় পত্রের ফটোকপি ভর্তির সময় জমা দিতে হবে।
-
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই শুধু ভর্তি হতে পারবে।
-
শিক্ষার্থীদের শারিরীক ও মানসিক দিক বিচেনা করে ভর্তি করা হয়।
-
যে শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক, অবশ্যই তার পূর্ববতী শ্রেণীতে উত্তীর্ণ সনদপত্র আবেদন ফরমের সাথে সংযুক্ত করতে হবে।
পুরাতন শিক্ষার্থীদের ভর্তির নিয়মাবলিঃ
সকল বিভাগের ভর্তির তারিখ
প্রথম পর্ব ( ভর্তি ফি: ৬০০০/=)
-
১৯ শা’বান ১৪৪৩ হিজরী মোতাবেক ০৩ এপ্রিল’ ২০২১ ঈসায়ী শনিবার থেকে ২৭ শা’বান
-
১৪৪২ হিজরী মোতাবেক ২০২১ ঈসায়ী ১১ এপ্রিল’ ২০২১ ঈসায়ী রবিবার পর্যন্ত।
দ্বিতীয় পর্ব ( ভর্তি ফি: ৬০০০/=)
-
৭ শাওয়াল’৪১ হিজরী মোতাবেক ৩১’২০২১ ঈসায়ী রবিবার থেকে
-
১০ শাওয়াল’ ৪৩ হিজরী মোতাবেক ৩ জুন’ ২০২১ ঈসায়ী বুধবার পর্যন্ত।
ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যঃ
-
ভর্তির সময় চলতি শিক্ষাবর্ষের মাসিক বেতন ( রামাযানসহ ) পূর্ণ পরিশোধ করতে হবে।
-
শিক্ষার্থীর জন্মনিবন্ধনের ফটোকপি জমা না দলে ভর্তির সময় জমা দিতে হবে।
-
ভর্তির সময় পিতা-কে আসতে হবে।পিতা মৃত বা প্রবাসী হলে দায়িত্বশীল পুরুষ মাহরাম অভিভাবক আসতে হবে।