নতুন শিক্ষার্থীদের ভর্তির নিয়মাবলিঃ

সকল বিভাগের ভর্তির তারিখ

প্রথম পর্ব ( ভর্তি ফি: ৬০০০/=)

  1. ১৮ শা’বান ৪৩হিজরী মোতাবেক ১২ এপ্রিল’২০২১ ঈসায়ী রবিবার থেকে

  2. ৩০ শা’বান ৪৩ হিজরী মোতাবেক ২৪ এপ্রিল’ ২০২১ ঈসায়ী শুক্রবার পর্যন্ত


দ্বিতীয় পর্ব ( ভর্তি ফি: ৬০০০/=)
  1. ৭ শাওয়াল’৪৩ হিজরী মোতাবেক ৩১’২০২১ ঈসায়ী রবিবার থেকে ১০ শাওয়াল’ ৪৩ হিজরী মোতাবেক,

  2. ১০ শাওয়াল’ ৪৩ হিজরী মোতাবেক ৩ জুন’ ২০২১ ঈসায়ী বুধবার পর্যন্ত।


ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যঃ
  1. নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

  2. শিক্ষার্থীর জন্মনিবন্ধনের ফটোকপি ও পিতার পরিচয় পত্রের ফটোকপি ভর্তির সময় জমা দিতে হবে।

  3. ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই শুধু ভর্তি হতে পারবে।

  4. শিক্ষার্থীদের শারিরীক ও মানসিক দিক বিচেনা করে ভর্তি করা হয়।

  5. যে শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক, অবশ্যই তার পূর্ববতী শ্রেণীতে উত্তীর্ণ সনদপত্র আবেদন ফরমের সাথে সংযুক্ত করতে হবে।

পুরাতন শিক্ষার্থীদের ভর্তির নিয়মাবলিঃ

সকল বিভাগের ভর্তির তারিখ

প্রথম পর্ব ( ভর্তি ফি: ৬০০০/=)

  1. ১৯ শা’বান ১৪৪৩ হিজরী মোতাবেক ০৩ এপ্রিল’ ২০২১ ঈসায়ী শনিবার থেকে ২৭ শা’বান

  2. ১৪৪২ হিজরী মোতাবেক ২০২১ ঈসায়ী ১১ এপ্রিল’ ২০২১ ঈসায়ী রবিবার পর্যন্ত।


দ্বিতীয় পর্ব ( ভর্তি ফি: ৬০০০/=)
  1. ৭ শাওয়াল’৪১ হিজরী মোতাবেক ৩১’২০২১ ঈসায়ী রবিবার থেকে

  2. ১০ শাওয়াল’ ৪৩ হিজরী মোতাবেক ৩ জুন’ ২০২১ ঈসায়ী বুধবার পর্যন্ত।


ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যঃ
  1. ভর্তির সময় চলতি শিক্ষাবর্ষের মাসিক বেতন ( রামাযানসহ ) পূর্ণ পরিশোধ করতে হবে।

  2. শিক্ষার্থীর জন্মনিবন্ধনের ফটোকপি জমা না দলে ভর্তির সময় জমা দিতে হবে।

  3. ভর্তির সময় পিতা-কে আসতে হবে।পিতা মৃত বা প্রবাসী হলে দায়িত্বশীল পুরুষ মাহরাম অভিভাবক আসতে হবে।

একনজরে বিষয়সমূহঃ

পুরাতন শিক্ষার্থীদের ভর্তি